বাউফলে ট্রাক ভর্তি কাঠ চলে যাচ্ছে বিভাগীয় শহরে

বাউফলে ট্রাক ভর্তি কাঠ চলে যাচ্ছে বিভাগীয় শহরে

সাইফুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) :
পটুয়াখালীর বাউফল উপজেলায় অবাধে গাছ কাটা হচ্ছে। ট্রাক ভর্তি কাঠ চলে যাচ্ছে উপজেলার বাইরে বিভাগীয় শহর কুষ্টিয়া নড়াই ঢাকার সাভারে। এ কাঠ পোড়ানো হচ্ছে ইটভাটায়। পরিবেশ বিনষ্ট হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসছে না বলে অভিযোগ রয়েছে।
সরেজমিন দেখা গেছে, একশ্রেনী অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার আসায় গ্রামে ঘুরে ঘুরে ছোট ছোট গাছ ক্রয় করেছে। এ কাঠের মধ্যে রয়েছে রেন্ডি, চাম্বুল, মেহগনিসহ অন্যান্য গাছ। এ কাঠ জ্বালানি হিসাবে স্থানীয় ইট ভাটার পাশাপাশি জেলার বাইরে কুষ্টিয়া, নড়াইল ও ঢাকার সাভারে পাঠানো হচ্ছে। ছোট অপরিপক্ক গাছ কেটে টুকরো টুকরো করে ট্রাক ভর্তি করে জেলার বাইরে পাঠানো হচ্ছে।
কয়েকজন ব্যবসীয় জানান, দেশের পশ্চিমাঞ্চল থেকে কাচামাল ভর্তি আসার মালবাহি ট্রাক  ফেরত যাওয়ার পথে এ জ্বালানি কাঠ নিয়ে যাচ্ছে। ট্রাক ভর্তি কাঠ  ওই এলাকায় ইট ভাটায় বিক্রি করেছে।
গাছ ব্যবসায়ীরা জানান, স্থানীয় বাউফল থেকে ১২০ টাকা প্রতি মন কাঠ ক্রয় করে থাকে। এ কাঠ ওই অঞ্চলে ২০০ টাকা দরে প্রতিমন কাঠ বিক্রি হচ্ছে। এক পরিসংখ্যানে জানাগেছে,  বাউফল উপজেলার ১৫ টি ইউনিয়নে শতাধিক কাঠ ব্যবসায়ী রয়েছে। প্রতি সপ্তাহে বাউফল উপজেলা থেকে ৭/৮ টি ট্রাক ভর্তি কাঠ এলাকায় থেকে যাচ্ছে। প্রতি ট্রাক ভর্তি কাঠ হচ্ছে ১২শ-১৪শ মন। উপজেলার প্রশাসন সামনে প্রতি সপ্তাহে যে হারে গাছ কাটা হচ্ছে সে হারে গাছ রোপন করা হচ্ছে না বলে বিশেষজ্ঞদের ধারনা। ইতে করে উপক’লীয় অঞ্চল পরিবেশের উপর  নেতিবাচক প্রভাব পড়ার আশংকা রয়েছে।